পঞ্চগড়ে ছিটমহল বিনিময়ের দুই বছর পূর্তি উদযাপন
ছিটমহল বিনিময়ের দুই বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল করেছে পঞ্চগড় জেলার ৩৬টি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। আজ মঙ্গলবার জেলার বোদা উপজেলার পুটিমারী ছিটমহলের পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের জেমজুট এলাকায় ৩৬টি এলাকার বাসিন্দারা যৌথভাবে এই আনন্দ মিছিলের আয়োজন করে।
আনন্দ মিছিলটি পুটিমারী বিলুপ্ত ছিটমহলের অস্থায়ী শহীদ মিনার থেকে বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মো. মফিজার রহমান, শালবাড়ি ছিটমহলের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পুটিমারী ছিটমহলের সাবেক চেয়ারম্যান তছলিমউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
এর আগে বিলুপ্ত পুটিমারী ছিটমহলের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
গতকাল সোমবার রাত ১২টা ১ মিনিটে ছিটমহল বিনিময়ের দুই বছর উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের সদর উপজেলার গাড়াতি ছিটমহল এলাকার মফিজার রহমান কলেজ মাঠের শহীদ মিনারের বেদিতে দুটি মশাল ও ৬৮টি মোমবাতি প্রজ্বালন, শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, নাগরিক অধিকার সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মো. মফিজার রহমান, পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার, অধ্যক্ষ মো. নূর উল্লাহ্সহ কয়েক শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।
৬৮ বছর অবরুদ্ধ থাকার পর ২০১৫ সালের ৩১ জুলাই মধ্য রাত থেকে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় করা হয়।