রংপুরে পেট্রলবোমাসহ আটক ৩
রংপুরে দুটি পেট্রলবোমাসহ তিনজনকে আটক করেছে র্যাব-১৩। র্যাবের দাবি, তাঁরা তিনজনই বিএনপি ও ছাত্রদল কর্মী। তাঁরা রংপুর নগরের বিভিন্ন সরকারি কার্যালয়ে বোমা হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছেন।
এ নিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় রংপুরে নগরের শাপলা চত্বর রোডে র্যাব কার্যালয়ে ব্রিফিং করা হয়। র্যাব ১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াৎ জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের কলেজ রোডের কিষান কোল্ড স্টোরেজের পেছন থেকে দুটি পেট্রলবোমাসহ আহসান হাবিব মুন্না, লেলিন ও জহির উদ্দিন রায়হানকে আটক করেন র্যাব সদস্যরা। এঁদের মধ্যে মুন্না ও রায়হান ছাত্রদল এবং লেলিন বিএনপিকর্মী। তাঁরা রংপুরের বিভিন্ন সরকারি কার্যালয়ে বোমা হামলার পরিকল্পনা করছিলেন।