পঞ্চগড়ে কারারক্ষীসহ দুজন গ্রেপ্তার, মাদক জব্দ
পঞ্চগড় জেলা কারাগারের কারারক্ষীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে জেলার সদর উপজেলার ডুডুমারি দেওয়ানহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ সময় দুজনের কাছ থেকে ১৪০টি নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন ও দুই বোতল ফেনসিডিল এবং তাঁদের ব্যবহার করা একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পঞ্চগড় জেলা কারাগারের কারারক্ষী ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বোয়ালেরদারা এলাকার মো. বেলাল হোসেন (২৮) ও পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বংশীধার এলাকার সাদ্দাম হোসেন (২২)।
পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ুম জানান, মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন দেওয়ানহাট সড়কে বাইসাইকেলে ১৪০টি নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন ও দুই বোতল ফেনসিডিল নিয়ে মোটরসাইকেল আরোহী কারারক্ষী বেলাল হোসেনের (ক নং-৩১৯০৬) কাছে হস্তান্তর করেন। মাদকদ্রব্যগুলো দেওয়া-নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁদের হাতে-নাতে আটক করে। কারারক্ষী বেলাল হোসেন পুলিশ কনস্টেবল সফিকের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই কারারক্ষীসহ একটি চক্র জেলের ভেতরে ও বাইরে মাদক ব্যবসা করে আসছে বলে পুলিশ জানিয়েছে।