শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ডাদেশ
নাটোরের সিংড়া উপজেলায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জেরে শ্যালককে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী সিরাজুল ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম হেলাল (২৭)। তাঁর বাড়ি উপজেলার আগমুরশন গ্রামে।
মামলার নথি সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের প্রতিশোধ নিতে ২০১৬ সালের ১৪ জানুয়ারি হেলাল তাঁর সাত বছর বয়সী শ্যালক খানজাহানকে হত্যার পর লাশ বস্তাবন্দি করে রাখেন। পরে হেলালের বাড়ি থেকে খানজাহানের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা তালেব আলী বাদী হয়ে মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ মামলার রায় ঘোষণা করেন আদালত।