ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় গ্রেপ্তার ৩
ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় তিন আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাঁরা হলেন সাইদুর রহমান, সাইফুল ইসলাম ও শিমুল।
ঝিনাইদহ শহরের আরাপপুর চাদপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আহমেদ হত্যার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফিরোজ আহমেদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটজনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা আনসার আলী।
আজ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান।
অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান জানান, পূর্ববিরোধের জের ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। এরই মধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। জড়িত বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
গতকাল দুপুর দেড়টার দিকে আরাপপুর চাঁদপাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ফিরোজ আহমেদকে।