বরগুনায় 'বন্দুকযুদ্ধে' ডাকাত সর্দার নিহত

বরগুনার আমতলীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মোজাম্মেল নামের এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার গুলিশাখালী গ্রামের জনৈক আমজাদ প্যাদার একটি পরিত্যক্ত ঘরে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ ডাকাত সর্দার মোজাম্মেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। গুলিবিদ্ধ হন পুলিশের দুই উপপরিদর্শকও (এসআই)। এ ছাড়া আহত হন আরো তিন পুলিশ সদস্য।
নিহত মোজাম্মেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, নারী নির্যাতনসহ বিভিন্ন থানায় কমপক্ষে ১২টি মামলা রয়েছে বলে জানান সুকুমার রায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে জহিরুল, আনছার, নাসির, মাসুম, হানিফ ও বাচ্চু নামের ছয় ডাকাতকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল, সাতটি বন্দুকের গুলিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।