ফিশপ্লেট খুলে ফেলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেন বন্ধ

রাজশাহীর গোদাগাড়ীর ললিতনগরে রেল লাইনের ফিশপ্লেট খুলে ফেলায় একটি ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঈশ্বরদী যাচ্ছিল। ঘটনার পর থেকে চাঁপাইনবাবগঞ্জের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ শনিবার ভোরে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। বিকেল নাগাদ ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন রাজশাহী রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক আব্দুল করিম।
আব্দুল করিম জানান, দুর্বৃত্তরা রেল লাইনের ফিশপ্লেট খুলে ফেললে এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনের গতি কম থাকায় ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হলেও কেউ আহত হয়নি।
ফিশপ্লেট খুলে ফেলা ও ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শফিকুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আজকের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ হোসেন জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাশকতাকারীদের ধরতে আশপাশের এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আটক করা হয়েছে।