মোহাম্মদপুরে বাসে ককটেল হামলায় আহত ৩

ফাইল ছবি
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি যাত্রীবাহী বাসে ককটেল হামলায় তিন ব্যক্তি আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সদরঘাট থেকে গাবতলীর দিকে যাওয়ার সময় বেড়িবাঁধের লোহার গেট এলাকায় বাসটি লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে মোজাম্মেল হক, নুরুল ইসলাম ও হীরা মিয়া নামের তিন বাসযাত্রী আহত হন। পরে সকাল ৭টার দিকে এদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।