সালিসে গুলি করে হত্যা, একজনের মৃত্যুদণ্ডাদেশ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সালিস বৈঠকে গুলি করে এক ব্যক্তিকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এই মামলার অপর ২০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম নিজাম উদ্দিন।
আজ বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাসানুজ্জামান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী সিরাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২ অক্টোবর রাতে বড়াইগ্রাম উপজেলার দোগাছি গ্রামের নূর মোহাম্মদ মণ্ডল ও মেহের আলী মণ্ডলের মধ্যকার বিরোধ মীমাংসার জন্য গ্রামের একটি ধানখোলায় সালিস বৈঠক বসে। বৈঠক চলাকালে সশস্ত্র একদল লোক সেখানে হামলা চালায়। এ সময় নিজাম উদ্দিন বন্দুক দিয়ে গুলি করে উমেদ আলী চায়নাকে হত্যা করেন। এ ঘটনায় আহত হন কয়েকজন।