বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ : নাসিম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/15/photo-1436968335.jpg)
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের নানা পদক্ষের কারণেই একদিকে যেমন দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, অন্যদিকে তেমনি দেশ থেকে সন্ত্রাসও দূর হয়েছে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সরকারের দূরর্শিতার কারণে তথ্য-প্রযুক্তিতে দেশ অনেক এগিয়েছে। ঘরেই বসেই গ্রামের বেকার যুবকরা উপার্জন করে নিজেরা স্বাবলম্বী হচ্ছে। দেশ আরো এগিয়ে যেতে পারত, যদি না দেশে হরতাল ও আন্দোলনের নামে দেশে জ্বালাও-পোড়াও করা হতো।
আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারের কম্পিউটার আউট সোসিং কর্মসূচির সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা বলেন। রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আউট সোর্সিং প্রতিষ্ঠান বিগ ব্যাং আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে তাড়াশ-রায়গঞ্জ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আলমাজী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিদ্দিক হোসেন। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ নাসিম আরো বলেন, আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও নৈরাজ্য পছন্দ করে না। হত্যা, ক্যুর রাজনীতিতে বিশ্বাস করে না। মেয়াদ শেষে নির্ধারিত সময়ে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে। সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন করা হয়েছে। দেশের মানুষের মৌলিক অধিকার ভাত-কাপড়ের নিশ্চয়তা দেওয়া হয়েছে। গ্রামের মানুষ এখন ঘরে বসেই উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠারও নিরন্তর চেষ্টা চালানো হচ্ছে। ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।