অস্ত্র উদ্ধারের ঘটনায় জেএমবির তিন নারী সদস্য রিমান্ডে
অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন নারী সদস্যের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রবিউল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এই তিন নারী সদস্য হলেন সুমাইয়া ওরফে মাহমুদা, কুলিয়ারা কলি ও আশরাফি জাহান তিথি।
নাটোর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল হাই জানান, দুপুরে এই তিন আসামিকে নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গত ১৪ জানুয়ারি নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রামে জেএমবি নেতা ফজলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।
এর পর ১ জুলাই কুষ্টিয়ার ভেড়ামারার বামনপাড়ার তালতলা এলাকার একটি বাড়ি থেকে দুই শিশুসহ আটক করা হয় তিন নারীকে। এ সময় ওই বাড়ি থেকে সুইসাইডাল ভেস্ট, পিস্তল, ম্যাগাজিন ও গান পাউডার উদ্ধার করা হয়।
জানুয়ারি মাসের ওই অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারের মামলায় গতকাল বুধবার এ তিন নারীকে গ্রেপ্তার দেখানো হয়।