টানা বৃষ্টিতে আশুগঞ্জে ঘরে ঘরে পানি

টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও এর আশপাশের নিন্মাঞ্চল তলিয়ে গেছে। এতে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় অন্তত দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও ঘরে পানি ঢুকে পড়েছে।
আজ বুধবার সকাল থেকে ব্যাপক জলবদ্ধতায় বাজারের ব্যবসায়ীরা ঈদের এই বেচাকেনার সময়ে বিপর্যস্ত অবস্থায় পড়েন। এ ছাড়া শহরের বিভিন্ন বাসায় পানি ঢুকে পড়েছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিভাবে পানি নিষ্কাশনের জন্য ড্রেনের মুখ খুলে দেন।
আশুগঞ্জ বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি জহিরুল ইসলাম বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে এখানকার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে। তিনি ইউএনওর কাছে বন্দরের পানি নিষ্কাশনের জন্য একটি সমন্বিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ বন্দরের জলাবদ্ধতা নিরসনে সবার সহযোগিতা কামনা করেন এবং দ্রুত একটি সমন্বিত উদোগ নেওয়া হবে বলে জানান।