ছিটবাসীরা ডিসির মাধ্যমে জমি বিক্রি করতে পারবেন : স্বরাষ্ট্রমন্ত্রী
ছিটমহল বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানকার বাসিন্দারা জেলা প্রশাসনের মাধ্যমে সেখানকার জমিজমা বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বৃহস্পতিবার দুপুরে দেশের আলোচিত ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতা এবং লালমনিরহাটের পাটগ্রামের অভ্যন্তরে থাকা ভারতীয় ছিটমহলগুলোতে চলমান যৌথ জরিপ কার্যক্রম দেখতে এসে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি শিশু শেখ সামিউল আলম রাজন হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছিটমহল বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ছিটমহলগুলো থেকে ভারতীয় নাগরিকত্ব নিয়ে কেউ যদি সে দেশে ফিরতে চায় তাহলে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তিনি নিজের জমিজমা বিক্রি করতে পারবেন। ছিটমহল সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা তাঁদের জমির মালিকানা নির্ধারণ করে দেবেন। সুষ্ঠুভাবেই ছিটমহল বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিশু রাজনের হত্যাকারী কামরুলকে সৌদি আরব থেকে কবে নাগাদ ফিরিয়ে আনা হতে পারে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি কোনো জবাব না দিয়ে বলেন, সব আসামি ধরা পড়েছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে। এ ধরনের নৃশংসা ঘটনা যাতে আর না ঘটে এ জন্য সমাজেরও কিছু দায়িত্ব আছে। অনেকের সামনে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হলো। এটা নৈতিক অবক্ষয়। একেবারে নতুন ঘটনা।
আকাশপথে পাটগ্রামে পৌঁছে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান যান দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল পরিদর্শনে। ছিটমহলের প্রবেশদ্বার তিনবিঘা করিডরে তাঁকে গার্ড অব অনার দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এরপর সেখান থেকে তিনি যান দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে। শেষে লতামারী নামের একটি ভারতীয় ছিটমহলে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।
সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোজাম্মেল হক, স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন প্রমুখ।