রাজন হত্যাকারীদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/16/photo-1437054800.jpg)
শিশু রাজন হত্যার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কালীবাড়ী মোড়ে ‘হৃদয়ে কিশোরগঞ্জ’ নামে একটি সংগঠন মানববন্ধন করে। ছবি : এনটিভি
সিলেটে নির্যাতন করে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যায় জড়িতদের বিশেষ আদালতে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কালীবাড়ী মোড়ে ‘হৃদয়ে কিশোরগঞ্জ’ নামে একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। এতে শিশু-কিশোরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন কিশোরগঞ্জ নাগরিক সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মনোয়ার হোসাইন রনী, ‘হৃদয়ে কিশোরগঞ্জ’-এর সাধারণ সম্পাদক এস হোসেন আকাশ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, রাজনের ওপর নির্যাতন ও হত্যার ঘটনাটি দেশবাসীকে কাঁদিয়েছে। তাই জড়িতদের বিশেষ আদালতে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।