ট্রাক্টরচাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/16/photo-1437062775.jpg)
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বালুবাহী ট্রাক্টরের চাপায় তিন অটোরিকশাযাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কটিয়াদী-মঠখলা সড়কের ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কটিয়াদীর মসূয়া এলাকার আবু সিদ্দিক (৩৫) ও মামুন (২২) এবং আসমিতা এলাকার জসিম উদ্দিন (৪০)। এঁদের একজন অটোরিকশার চালক, তবে তাঁকে শনাক্ত করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে বালুবাহী ট্রাক্টরটি অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত জসিম উদ্দিনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী হাসপাতালের চিকিৎসক শাহনেওয়াজ-উর-রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, পালিয়ে যাওয়া ট্রাক্টরের চালককে সন্ধান করা হচ্ছে। নিহত তিনজনের লাশ থানায় আনা হয়েছে। লাশের ময়নাতদন্তের পর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।