বরিশালে নিখোঁজ কলেজছাত্রের লাশ সুগন্ধা নদীতে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/16/photo-1502871293.jpg)
বরিশাল থেকে নিখোঁজ কলেজছাত্র সাজেদুল ইসলাম শাহরিয়ারের (১৭) লাশ ঝালকাঠির নলছিটি লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শাহরিয়ারকে হত্যার পরে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
শাহরিয়ার বরিশাল অমৃত লাল দে কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণিতে পড়তেন। তিনি বরিশালের দক্ষিণ আলেকান্দা এলাকার নজরুল ইসলামের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি নলছিটি উপজেলায়।
নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলু মিয়া এনটিভি অনলাইনকে জানান, গত সোমবার সকাল ৬টায় বরিশালের বাসা থেকে কোচিংয়ে যাওয়ার জন্য বের হন শাহরিয়ার। এর পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকে। অনেক খোঁজাখুজি করেও তাঁর সন্ধান না পেয়ে ওইদিন বরিশালের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
আজ সকালে ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ গিয়ে শহরের লঞ্চঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করে। শাহরিয়ারের নানা বাড়ি নলছিটিতে হওয়ায় লাশ দেখে অনেকেই তাকে চিনতে পারে। পরে স্বজনরা লাশ শনাক্ত করেন।