শোলাকিয়ায় দুটি বিশেষ ট্রেন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/17/photo-1437137418.jpg)
ফাইল ছবি
কিশোরগঞ্জের শোলাকিয়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ঈদের দিন দুটি বিশেষ ট্রেন পরিচালনা করবে।
শোলাকিয়া স্পেশাল ট্রেন-১ ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব রুটে এবং শোলাকিয়া স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করবে।
রেলওয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, বাংলাদেশ রেলওয়ে এরই মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়ে থাকে।