পটলের স্মরণসভাও করতে পারছে না পরিবার
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল রোববার নাটোরের লালপুর উপজেলায় স্মরণসভার আয়োজন করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে এসে তা বাতিল ঘোষণা করেছেন প্রয়াত এই বিএনপি নেতার মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
আজ শনিবার দুপুরে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ফজলুর রহমান পটলের মেয়ে। এ সময় নাটোর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ফজলুর রহমান পটলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি প্রথমে গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্মরণসভার আয়োজন করে। কিন্তু প্রশাসন তাদের সেখানে অনুমতি না দিয়ে গৌরীপুর ঈদগাহ মাঠে স্মরণসভা করার অনুমতি দেয়। সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু পাশেই গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের জন্য সভামঞ্চ তৈরি করতে থাকে। তারাও আগামীকাল কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে। ফলে ঘটনাস্থলে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে আজ দুপুরে আওয়ামী লীগের কর্মীরা ঈদগাহ মাঠে বিএনপির নির্মাণাধীন সভামঞ্চ ও দলীয় কার্যালয় ভাঙচুর করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
এসব কারণেই আগামীকালের নির্ধারিত স্মরণসভা স্থগিত করা হয় বলে জানান ফারজানা শারমিন পুতুল।
ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী সাংবাদিকদের বলেন, ‘লালপুরে তো বিএনপির কোনো কার্যালয়ই নেই। ওরা কোথায় মঞ্চ করেছে না করেছে আমরা জানি না। হামলা চালানোর প্রশ্নই আসে না।’