বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর। প্রটোকল সদস্যদের কড়া নিরাপত্তার মধ্যে হাজারো জনতার ভিড় ঠেলে রাত পৌণে ১১টায় বিমানবন্দরে পৌঁছেন সাবেক এই প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে লন্ডনের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বের হওয়ার পর তাকে বিদায়ী শুভেচ্ছা জানায় দলটির নেতাকর্মীরা।
রাত পৌনে ৯টার দিকে ফিরোজার বাইরে বিএনপি নেতাকর্মীদের প্রচুর ভিড় ছিল। এর মধ্যে ভিড় ঠেলে ধীরে ধীরে গুলশান-২ এর মেইন রোডের দিকে এগোয় বেগম খালেদা জিয়ার গাড়ি। রাত ৯টার দিকে গুলশান মোড়ে পৌঁছায় তার গাড়িবহর। গুলশান থেকে বনানির পথে নেতাকর্মীদের সঙ্গে ভিড় করে সাধারণ মানুষ। রাত পৌণে ১০টার দিকে বনানি পার হয় বেগম খালেদা জিয়ার গাড়িবহর। এ সময় প্রিয় নেত্রীকে দেখার জন্য সড়কের দুপাশে ভিড় করে হাজারো জনতা।
জানা গেছে, গাড়িবহরে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত যানবাহন ছাড়াও রয়েছে বিশেষ চিকিৎসা সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স। বিমানবন্দর থেকে থেকে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ রাতে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করবেন সাবেক এ প্রধানমন্ত্রী।
জানা গেছে, কাতারে আমিরের পাঠানো দ্রুতগামী বিশেষ অ্যাম্বুলেন্সে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা। এতে সব জীবন রক্ষাকারী সরঞ্জাম, ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর ও ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল রয়েছে। এটি শহর বা দেশের মধ্যে গুরুতর অসুস্থ রোগীদের পরিবহণ করতে ব্যবহৃত হয়। এই বিমানগুলোতে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা আছে এতে।
এর আগে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন বেগম খালেদা জিয়া। লন্ডনে পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান এবং যুক্তরাজ্য বিএনপির নেতারা বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন।