বিএনপির আমলে নোয়াখালীতে কোনো উন্নয়ন হয়নি : কাদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/26/photo-1503750246.jpg)
নোয়াখালীতে ত্রাণ বিতরণকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আমলে এসব এলাকায় কোনো উন্নয়ন হয়নি। অবকাঠামো নির্মাণ, রাস্তা-ঘাট, স্কুল-কলেজসহ সব উন্নয়ন এই সরকারের আমলে হয়েছে।
আজ শনিবার সকালে নোয়াখালীর কবিরহাট পৌরসভার উদ্যোগে এলাকার এক হাজার দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় ঝটিকা সফরে সেখানে উপস্থিত হন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে তিনি ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ গত নয় বছর এসব এলাকায় শান্তিপূর্ণভাবে তাঁর দলীয় কার্যক্রম করেছেন। আওয়ামী লীগ এবং প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। কিন্তু তারপরও তিনি আওয়ামী লীগের প্রতি অভিযোগ করেন। মওদুদ আহমদকে এ ধরনের মন্তব্য না করার জন্য অনুরোধ করেন সেতুমন্ত্রী।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘ঝড়বৃষ্টি যা-ই থাকুক না থাকুক প্রকৌশলী ও পুলিশ রাস্তায় থাকবে। যেখানেই প্রয়োজন হবে সেখানেই তাৎক্ষণিক সংস্কার করা হবে। প্রয়োজনে ঈদের দিন আমি নিজেও রাস্তায় থাকব। প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বৃষ্টি কোনো অজুহাতেই সংস্কার কাজে বাধা হয়ে থাকবে না। আমার টার্গেট হচ্ছে সব অজুহাতকে পেছনে ফেলে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করা।’
এরই মধ্যে সংস্কারের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘পুরোপুরি যাত্রা শুরু হওয়া পর্যন্ত রাস্তাগুলো ব্যবহারযোগ্য হবে। রমজানের ঈদের মতো মানুষের ঘরে ফেরার সুযোগ তৈরি হয়েছে। এ নিয়ে কোনো দুশ্চিন্তা বা দুর্ভাবনা করার কারণ নেই। আমি নিজেই সংস্কার কাজ মনিটর করছি।’
কবিরহাট পৌরসভা কার্যালয়ে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন রুমি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওলিউদ্দিন, সহসভাপতি শামসুদ্দিন সাকলাইন, পৌর আওয়ামী লীগের সভাপতি হানিফ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রতন, কাউন্সিলর দেলোয়ার হোসেন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারী দপ্তর সম্পাদক ওয়াজিউল্লাহ ভূঁইয়া।