মাগুরা সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ভোট মঙ্গলবার
মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আগামীকাল মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগের চারজন এবং বিএনপি সমর্থিত একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সদর উপজেলা পরিষদে মোট দুই লাখ ৫৭ হাজার ৯৯৯ জন (গত নির্বাচনের তথ্যানুযায়ী) ভোটারের জন্য ১০৫টি ভোটকেন্দ্র রয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ জানিয়েছেন।
গত ২২ এপ্রিল তারিখে সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা মো. নাজিম উদ্দিন মারা গেলে পদটি শূন্য হয়।