সিরাজগঞ্জে আরো ৫ জনের প্রাণহানি
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে আহত তিনজনকে সিরাজগঞ্জে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন কামারখন্দ ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন, আনোয়ারের শ্বশুর আবদুল রাজ্জাক, শ্যালিকা রোজিনা ও তাঁর ভাইয়ের স্ত্রী কমলা। এর আগে ১৯ জুলাই একই মহাসড়কের একই জায়গায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হন।
মহাসড়কে কর্তব্যরত সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, কড্ডার মোড় থেকে বেলকুচিগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।