দুই বাসের সংঘর্ষে ১৪ প্রাণহানি, আহত ৫০
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মূলিবাড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী দুই বাসের চালকসহ ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।
আজ রোববার ভোররাত ৪টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল, শহরের আভিসিনা ক্লিনিক, মেডিনোভা ক্লিনিক, মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।urgentPhoto
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ভোররাতে চট্টগ্রাম থেকে সাব্বির পরিবহন নামের একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল। সৈয়দপুর থেকে আরেকটি বাস ঢাকা যাচ্ছিল। মূলিবাড়ি এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরো দুজন নিহত হয়।
ওসি বলেন, ঘটনার পর সেতু বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়। খবর পেয়ে জেলা প্রশাসক (ডিসি) বিল্লাল হোসেন, পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহম্মেদ ও সেতু বিভাগের ট্রাফিক ম্যানেজার লেফটেন্যান্ট কমোডর মুজাহিদ উদ্দিন ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেন।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদুল ইসলাম জানান, হাসপাতালে ১৪টি লাশ আছে। চিকিৎসাধীন আছে আহত ২৫ জন।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, নিহত ব্যক্তিদের লাশ পরিবহনের জন্য জনপ্রতি ১০ হাজার করে টাকা দেওয়া হবে। আহত ব্যক্তিরা যাতে প্রয়োজনীয় চিকিৎসা পায় সে বিষয়টি তদারক করা হচ্ছে।