প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে কার্যালয়েও ঢুকতে দিল না পুলিশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/02/photo-1504292743.jpg)
ঝালকাঠিতে বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে তালা লাগিয়ে দেয় পুলিশ। কার্যালয়ের ভেতরে কোনো নেতাকর্মীকে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ কার্যালয়ের ভেতর থেকে সাউন্ড সিস্টেম থানায় নিয়ে যায়।
বিএনপি নেতারা অভিযোগ করেন, সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক নিয়ে ঢুকতে চাইলে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়। পরে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। পরে জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, শহরের নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে বিধায়, বিএনপিকে অনুষ্ঠান করতে নিষেধ করা হয়েছিল। তার পরও তারা এলে নিরাপত্তার স্বার্থে বাধা দেওয়া হয়েছে।