তৃতীয় শীতলক্ষ্যা সেতু ও ভুলতা ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার তৃতীয় শীতলক্ষ্যা সেতু এবং ভুলতা ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মাধ্যমে রাজধানী ঢাকা ও বন্দরনগরী নারায়ণগঞ্জের যোগাযোগ আরো সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থানরত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে টেলিকনফারেন্সের মাধ্যমে সেতু ও ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সেতু ও ফ্লাইওভার দেশের অন্যতম ব্যবসাকেন্দ্র নারায়ণগঞ্জকে তার হারানো গৌরব পুনরুদ্ধারে সহায়তা করবে। তিনি বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে আরো উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা তথা আশপাশের এলাকার ও জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে এই প্রকল্পগুলো হবে যুগান্তকারী পদক্ষেপ।
শেখ হাসিনা সড়ক ও রেল যোগাযোগের ক্ষেত্রে তাঁর সরকারের গৃহীত প্রকল্পগুলোর উল্লেখ করে বলেন, ফ্লাইওভার ও মেট্রোরেল রাজধানীকে যানজট থেকে মুক্ত করবে।
প্রধানমন্ত্রী বলেন, চলমান নৈরাজ্য বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
১ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ শীতলক্ষ্যা সেতুটি সৌদি আরবের আর্থিক সহায়তায় ৩৭৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে বন্দর উপজেলার মদনগঞ্জ পয়েন্টে নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় ২ দশমিক ১৩ কিলোমিটার দীর্ঘ পার্শ্ব রাস্তা নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০১৮ সালের জুন মাসে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ২৩৯ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা ফ্লাইওভার নির্মাণ করা হবে।