মানবতাকে ধূলিসাৎ করেছে মিয়ানমার : শিল্পমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/08/photo-1504887455.jpg)
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘মিয়ানমার আজ মানবতাকে ধূলিসাৎ করে দিয়েছে। পশুত্বকেও হার মানিয়েছে।’
আজ শুক্রবার ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ও পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ঋণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
আমির হোসেন আমু বলেন, ‘মিয়ানমারে যেভাবে নারী নির্যাতন করে হত্যা করা হচ্ছে, যেভাবে শিশু হত্যা করা হচ্ছে, যেভাবে বৃদ্ধ নরনারীকে হত্যা করা হচ্ছে এ ধরনের পৈশাচিক গণহত্যা খুব বিরল। এ ঘটনা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে স্মরণ করিয়ে দেয়। তখন যেভাবে পাক হানাদার বাহিনী আমাদের দেশের মানুষের ওপর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, গণহত্যা চালিয়েছিল, তার সঙ্গেই শুধু তুলনা করা যায়।
আমির হোসেন আরো বলেন, ‘প্রধানমন্ত্রী এরইমধ্যে এ মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক সংস্থার দৃষ্টি আকর্ষণ করছেন, সাহায্যের হাত প্রসারিত ও ব্যভিচার বন্ধের আহ্বান জানিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘আমাদের দেশ ছোট এবং জনসংখ্যা বেশি, তারপরও মানবতা দেখিয়ে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি।’
বিশ্ব বিবেককে জাগ্রত করার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে এতগুলো মানুষকে নির্যাতন করে হত্যা করা হলো, অথচ আজ কারো কোনো সাড়াশব্দ নেই। আজকে আমরা চাই বিশ্বের অন্য রাষ্ট্রগুলো মিয়ানমারের গণহত্যার বিরুদ্ধে এগিয়ে আসুক, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াক।’
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম। পরে শিল্পমন্ত্রী কৃষক সমবায় সমিতি, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও মহিলা উন্নয়ন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেন।