সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাই জলাবদ্ধতার জন্য দায়ী
চট্টগ্রামে সেবা সংস্থাগুলোর মধ্যে সমম্বয় না থাকায় চলমান উন্নয়ন কার্যক্রমের কারণে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সোমবার বিকেলে চট্টগ্রামে সিটি করপোরেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন সিটি মেয়র। নগরীতে অবৈধভাবে দখল করা প্রাকৃতিক খালগুলো দখলমুক্ত, ভরাট হয়ে যাওয়া খালের গতিপ্রবাহ স্বাভাবিক ও নগরীর উন্নয়ন কার্যক্রম তরান্বিত করতে ১০ সদস্যের ট্রাস্কফোর্সের কার্যক্রম নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সিটি মেয়র বলেন, চট্টগ্রামে বিভিন্ন সংস্থা সিটি করপোরেশনকে না জানিয়েই সমম্বয়হীনভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। ফলে জলাবদ্ধতা, জনদুর্ভোগের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে ওভারল্যাপিং হচ্ছে। এছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ৬ হাজার কোটি টাকার প্রকল্পের সঙ্গে ওয়াসার চলমান প্রকল্পের নানা ত্রুটি তুলে ধরেন তিনি।
আ জ ম নাছির বলেন, সিটি করপোরেশনের অবকাঠামোতে থাকা বিভিন্ন সরকারি সংস্থা নিজস্ব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে সে সম্পর্কে করপোরেশনকে জানায় না। ফলে সমন্বয়হীন এসব উন্নয়ন কাজ উল্টো জনদুর্ভোগ সৃষ্টি করছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও মনে করেন সিটি মেয়র।
সিটি করপোরেশনের নিয়মিত সমম্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে নগরীতে উন্নয়ন কার্যক্রম তরাম্বিত করা হবে বলে জানান মেয়র। এসব কার্যক্রম ছাড়াও বেদখলে থাকা ৫৭টি খাল উদ্ধার, উচ্ছেদ কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে সমম্বয় করতে গঠিত ট্রাস্কর্ফোসে সিটি করপোরেশনের মেয়রকে আহ্বায়ক, বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, সিডিএ প্রতিনিধি,পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসকের প্রতিনিধি, সিএমপির প্রতিনিধি, ফায়ার সার্ভিস,পরিবেশ অধিদপ্তর,ওয়ার্ড কাউন্সিলরসহ মোট ১০টি প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এছাড়া নগরীর ফুটপাতগুলোকে পরিকল্পিতভাবে সাজানো হবে বলে জানান মেয়র। তিনি জানান, প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত হকাররা বেচাকেনা করতে পারবেন।