পিয়াইন নদীতে নিখোঁজ দুই কলেজছাত্রের সন্ধান মেলেনি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/23/photo-1437657438.jpg)
সিলেটের জাফলংয়ের পিয়াইন নদে ডুবে যাওয়া ঢাকার দুই কলেজছাত্রের এখনো খোঁজ মেলেনি। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে কবি নজরুল কলেজের এই দুই ছাত্র নিখোঁজ হন। এরপর আজ বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই ডুবুরি ছাড়াও স্থানীয় একটি ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে।
কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান।
নিখোঁজরা হলেন পুরান ঢাকার ওয়ারী বনগ্রাম এলাকার বাসিন্দা মো. ছানা উল্লাহ ছেলে আব্দুল্লাহ অন্তর ও সাকের ঘোষের ছেলে সোহাগ ঘোষ। ঈদের ছুটিতে ছয় বন্ধু মিলে সিলেটে বেড়াতে আসেন। বুধবার বিকেলে পিয়াইন নদের জিরো পয়েন্টে গোসল করতে নেমে দুজন নিখোঁজ হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. শহীদুর রহমান বলেন, বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ বার বার বিঘ্নিত হচ্ছে।