দুর্নীতির অভিযোগে দিনাজপুর পৌর মেয়র বরখাস্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/15/photo-1505467704.jpg)
দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়া দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
দুর্নীতির অভিযোগে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে বহিষ্কার করা হয়।
আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম নিজেই। তিনি বলেন, ‘আমি শুনেছি, আমাকে বরখাস্ত করা হয়েছে। তবে আমি কোনো কাগজ পাইনি।’
এর আগে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরখাস্ত করেছিল। পরে তিনি উচ্চ আদালতে রিট করে মেয়র পদে পুনর্বহাল হয়েছিলেন।