পুলিশের গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের মামলা দায়েরের ক্ষেত্রে গাফিলতি এবং আসামি পালিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি পুলিশের কোনো ভূমিকা থাকে তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সিলেট বিভাগে তিনদিনের সফর শেষে আজ শুক্রবার দুপুরে ঢাকায় ফেরার পথে ওসমানী বিমানবন্দরে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মামলাটির ব্যাপারে সার্বিক বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
রাজন হত্যা পরবর্তী সময়ে মামলা দায়েরে বিলম্ব ও প্রধান আসামি কামরুল বিদেশে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশি গাফিলতি খতিয়ে দেখতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গঠিত তদন্ত কমিটি গতকাল বৃহস্পতিবার রাতে প্রতিবেদন দাখিল করে। তারপরই এ কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘রাজন হত্যার পর পুলিশের মামলা দায়েরসহ সার্বিক বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনী পুলিশের কোনো গাফিলতি থাকলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদন পর্যালোচনা করে পুলিশের রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
‘এর সাথে কামরুলকে দেশে ফিরিয়ে আনার পর রাজন হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।এ মামলার সার্বিক বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনিটরিং করছে।’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গত ৮ জুলাই সিলেট শহরতলির টুকের বাজারে শিশু রাজনের ওপর নির্মম নির্যাতন চালানোর ফলে তার মৃত্যু ঘটে। ওই দিন দুপুরে লাশ গুম করতে গেলে মুহিত হাসানসহ আরেকজনকে এলাকাবাসী আটক করে।
অভিযোগ রয়েছে, এ সময় দ্বিতীয় ওই ব্যক্তিকে ছেড়ে দেয় পুলিশ। নির্যাতনের ভিডিও ইন্টারনেটে প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে তোলপাড় শুরু হয়। তখন সর্বত্র পুলিশি গাফিলতির অভিযোগ ওঠে। এ জন্য গত ১৪ জুলাই এসএমপির পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার রুকন উদ্দিন আহমদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়।
মধ্যরাতে তদন্ত প্রতিবেদন
তদন্ত কমিটির প্রধান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রুকন উদ্দিন আহমদ জানান, রাজন হত্যা মামলায় পুলিশের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার মধ্যরাতে তাদের প্রতিবেদন দাখিল করেছে। কমিটির অন্য সদস্যদের সঙ্গে নিয়ে তিনি পুলিশ কমিশনারের সচিবের কাছে প্রতিবেদন দাখিল করেন।
সিলেটের পুলিশ কমিশনার মো. কামরুল হাসান জানান, ৪২৪ পৃষ্ঠঅর এ প্রতিবেদন পর্যালোচনার পর যাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ প্রমাণিত হয়েছে তা সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।