সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুহুল আমিন ওরফে আমিন (৩৬) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার ঘোনাপাড়ায় এ ঘটনা ঘটে।
urgentPhoto
পুলিশের দাবি, ‘বন্দুকযুদ্ধে’ বিষ্ণুপদ ও সিরাজুল ইসলাম নামের দুই কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমিনকে পুলিশ প্রহরায় একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আরো জানায়, আমিন জামায়াতে ইসলামীর কর্মী। তিনি দেবহাটার গরানবেড়িয়া গ্রামের বাসিন্দা। দেবহাটার পারুলিয়ার আওয়ামী লীগ নেতা আবু রায়হান ও গরানবাড়িয়ার শ্রমিক লীগ নেতা আলমগীর হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বোমা ও কিছু ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, সঙ্গীদের নিয়ে আমিন বড় ধরনের নাশকতার উদ্দেশে জড়ো হয়েছেন বলে তাঁরা খবর পান। পরে দেবহাটা থানার এসআই মেজবাহ উদ্দিন একদল পুলিশ সদস্য নিয়ে দ্রুত সেখানে পৌঁছান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুহুল আমিন ও তাঁর সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে প্রথমে বোমা মারেন। এর পরই কয়েকটি গুলি ছোড়েন তারা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কয়েক মিনিটের এ বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ অবস্থায় আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আমিনের সঙ্গীরা পালিয়ে যায়।
দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়া বলেন, আমিনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে আরো একটি মামলা হবে।