ঝড়ে সেন্ট মার্টিন দ্বীপ বিধ্বস্ত

কক্সবাজারের সেন্ট মার্টিনে শক্তিশালী ঝড়ের আঘাতে বসতবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যায় আঘাত হানা ওই ঝড়ে আহত হয়েছেন আটজন। আহত মানুষের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌ চলাচল বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে দ্বীপের মানুষ।
আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় প্রবল ঝড় সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণপাড়া ৯ নম্বর ওয়ার্ডে ওই ঝড় আঘাত হানে। গত ২৬ জুন ভোরের দিকে এ রকম তীব্র ঝড় সেন্ট মার্টিন দ্বীপে আঘাত হানে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান জানান, সন্ধ্যার দিকে কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই ঝড় আঘাত হানে। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। দ্বীপের পশ্চিম-দক্ষিণ কোণ থেকে প্রবল বর্ষণের সঙ্গে প্রচণ্ড বেগে বাতাস চোখের পলকে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়।
আবদুর রহমান জানান, বসতবাড়ি বিধ্বস্ত হয়ে চাপা পড়ে একাধিক মানুষ আহত হয়েছেন। ঝড়ে আহত হওয়া মানুষের মধ্যে রফিক আহমদ (৩৭), আবদুল গনি (৩৫), রুহুল আমিন (৬৮), আবদুস শুকুর (৩০), কবির আহমদ (৬৩), নুরুল ইসলাম (৩২), নুরুল বশর (৩৭) ও রকিবুন্নিসার (১০৫) নাম পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত ক্ষয়ক্ষতির বিবরণ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যায়নি। গ্রামবাসী ও স্বজনরা ঘরচাপায় আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।
এদিকে প্রায় এক সপ্তাহ ধরে অবিরাম ভারি বর্ষণ, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টেকনাফ-সেন্ট মার্টিন দ্বীপ নৌপথে ট্রলার চলাচল বন্ধ থাকায় খাদ্যসংকট দেখা দিয়েছে। তার ওপর ঝড়ের আঘাতের কারণে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা চরম সংকটে পড়েছেন।
সেন্ট মার্টিন দ্বীপ বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ নূর আহমদ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যোগাযোগবিচ্ছিন্ন দ্বীপের অসহায় মানুষ এখন দিশেহারা। এ দুরবস্থায় দ্বীপের বাসিন্দারা স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।