ঝিনাইদহে হত্যা মামলায় একজনের ফাঁসির রায়
ঝিনাইদহে হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড এবং দুজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন ঝিনাইদহ সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের মো. মতিয়ার রহমান।
এ মামলার খালাস পাওয়া দুজন হলেন ঝিনাইদহ সদর পৌর এলাকার ছোটকামার কুণ্ডু গ্রামের মো. আহাদ আলী ও নিহতের বড় ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী আবু আবদুল্লাহ মো. মারুফ।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে ঝিনাইদহ জেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন ছোটকামার কুণ্ডু গ্রামের আবুল কাশেম মো. ফজলুল হক ওরফে রিপন। পথে জেলা শহরের সাতভাই চম্পা মার্কেটের সামনে চার-পাঁচজন সন্ত্রাসী গুলি করে হত্যা করে তাঁকে। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাহমিদা খাতুন এ্যানি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।
রায়ে আসামি মো. মতিয়ার রহমানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।