Beta

মোংলায় ৩৩ মণ্ডপে দুর্গাপূজা শুরু

২৬ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৬

বাগেরহাটের মোংলা উপজেলায় ৩৩টি মণ্ডপে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব।

আজ মঙ্গলবার সকালে কল্পারম্ভের মধ্য দিয়ে পূজা শুরু হয়। বিকেলে বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন উদযাপন করা হবে।

পূজা আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, পূজামণ্ডপে পর্যাপ্ত আনসার-ভিডিপি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বক্ষণিক থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। গতকাল সোমবার রাতভর প্রতিমাগুলোতে রং-তুলি, বস্ত্র ও চক্ষুদানের পাশাপাশি সাজসজ্জা করা হয়। পূজাকেন্দ্রের আশপাশে বসেছে রকমারি পণ্যের পসরা।

Advertisement