অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে চলবে সাংস্কৃতিক- ক্রীড়া কর্মসূচি
পঞ্চগড় জেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
আজ বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ইএসডিওর আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী অবহিতকরণ কর্মশালায় সংগঠনটি এই কর্মসূচি ঘোষণা করে।
কর্মশালায় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ-উজ জামান, সিনিয়র কো-অর্ডিনেটর শাহ মো. আমিনুল হক, ইএসডিও পঞ্চগড় জোনের এরিয়া ম্যানেজার এম এ মতিন সায়েদীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পঞ্চগড় জেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জ্ঞানভিত্তিক সৃজনশীল, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের মাঝে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, লোকগান, সামাজিক উৎসব ও বিলুপ্তপ্রায় বাংলা সংস্কৃতি ও খেলাধুলার প্রচলন ফিরিয়ে আনতে কাজ করা হবে।