বরিশালে ৩ রোগনির্ণয় কেন্দ্রকে জরিমানা
বরিশাল নগরীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি রোগনির্ণয় কেন্দ্রকে জরিমানা করেছেন। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর বান্দ রোড ও সদর রোডে এ অভিযান চালানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী মো. নাসির উদ্দিন জানান, নগরীর বান্দ রোড এলাকায় অভিযান চালিয়ে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২-এর ৭ ও ৯ ধারা মোতাবেক সেবা ক্লিনিক ও নূর ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরীর বিবির পুকুরপাড়ের মধুমতি ডায়াগনস্টিক সেন্টারকে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২-এর ৯ ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল্লাহ ও মাহমুদা সুলতানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডা. খালিদ মাহমুদ, বরিশাল মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল্লাহ জানান, অভিযানে ডায়াগনস্টিক সেন্টারে (রোগনির্ণয় কেন্দ্র) সেবা প্রদানকারীদের ডিপ্লোমা সার্টিফিকেট, টেকনিশিয়ানদের সনদ, মূল্যতালিকা না থাকা, চিকিৎসকের নাম ব্যবহার করে সাইনবোর্ড তৈরি করা হলেও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে না পারায় এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় অভিযানে ওই তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।