আদালতের নথি হারানো ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা উচিত : ব্যারিস্টার মাহবুব
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, চট্টগ্রাম আদালতে নথি হারানোর ঘটনায় কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা উচিত।
আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।
সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব হয়ে গেছে। এই মামলাগুলোর মধ্যে বেশির ভাগই হত্যা মামলা। এ ছাড়াও মাদক, চোরাচালানসহ অনেক গুরুত্বপূর্ণ মামলা ছিল। পত্রিকায় এমন খবরও এসেছে যে, এসব মামলার নথিগুলো বস্তায় করে আদালতের বারান্দায় রেখে দেওয়া হয়েছিল।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নথি গায়েবের ঘটনায় জিডি করাই সমাধান নয়, এ বিষয়ে মামলা করতে হবে। চট্টগ্রামে আদালতের নথি গায়েবের ঘটনা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার। দেখতে হবে, সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে এই নথিগুলো বারান্দায় রাখা হয়েছিল কিনা। কারণ আদালতের নথি গায়েব হয়ে গেলে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।
নথি গায়েবের মতো ঘটনা রোধে দ্রুত বিচার বিভাগীয় সচিবালয় করার কথা জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, বর্তমানে আইনজীবীদের প্রশ্ন- বিচার বিভাগ কার অধীনে, আইন মন্ত্রণালয়ের নাকি প্রধান বিচারপতির অধীনে।
আইন মন্ত্রণালয় যদি প্রধান বিচারপতির ‘কনসার্নে’ কাজ করার কথা বলে, তবে এটা হওয়া উচিত নয়। আমরা চাই, অতি দ্রুত বিচার বিভাগীয় সচিবালয় করা হোক। দ্রুত বিচার বিভাগীয় সচিবালয় করলে নথি গায়েব হবে না।