দোয়া চেয়ে ঢাকা ছাড়লেন ফখরুল
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান।
আজ রোববার রাত ১০টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরে পৌঁছান। এ সময় সেখানে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা ছিলেন। গাড়ি থেকে নেমে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সেখানে (সিঙ্গাপুর) আমার পুরোনো চিকিৎসক রয়েছেন। ওনার সঙ্গে কথা বলে পরবর্তী চিকিৎসা নেব আমি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দেশবাসীর কাছে আমি দোয়া চাই।’
রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা দেন মির্জা ফখরুল। তিনি দীর্ঘদিন ধরে ঘাড়ের নার্ভ ও বুকের সমস্যায় ভুগছেন।
সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সিঙ্গাপুর কানেকশন হাসপাতালে একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাবেন এবং এরপরই সিদ্ধান্ত নেবেন পরবর্তী চিকিৎসার বিষয়ে।
মির্জা ফখরুল টানা ছয় মাসের বেশি সময় কারাভোগের পর গত ১৪ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান। মুক্তির পর কয়েকদিন তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।