প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেওয়া উচিত : এমপি হারুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/30/photo-1506784982.jpg)
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) বজলুল হক হারুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মানবতার নেত্রী হিসেবে বিশ্বের বুকে পরিচিতি পেয়েছেন। মিয়ানমারের নির্যাতিত ও নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় তাঁকে নোবেল পুরস্কার দেওয়া উচিত।
আজ শনিবার বিকেলে ঝালকাঠির রাজাপুরে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি হারুন এসব কথা বলেন। তিনি আরো বলেন, আর মিয়ানমারের নেত্রী সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ায় এবং মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগে তাঁর নোবেল পুরস্কার কেড়ে নেওয়া প্রয়োজন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে উপজেলা মহিলা লীগ।
বজলুল হক হারুন বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। আওয়ামী লীগ সন্ত্রাসী দলের সঙ্গে ঐক্য করবে না। কারণ তাদের মধ্যে কোনো মানবতা নেই। তারাও মিয়ানমারের মতো মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তাই বাংলাদেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
এমপি হারুন বলেন, রাজাপুরের নারীরা জেগে উঠেছে। রাসুল (সা.) নিজেই নারীদের সম্মান দিয়েছেন, তাই বর্তমান সরকার নারীদের মর্যাদা বৃদ্ধি করেছে। যেকোনো অপরাধ আজ নারীরাই রুখে দিচ্ছে। রাজাপুরে আর কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। তিনি বলেন, ‘আমরা অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রে পরিণত হয়েছি। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করছি।’
উপজেলা মহিলা লীগের সভাপতি আফরোজা আক্তার লাইজুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ, আওয়ামী লীগ নেতা সঞ্জিব কুমার বিশ্বাস, নারীনেত্রী মাহমুদা খানম, নাজমা ইয়াসমিন মুন্নি, সামিরা আক্তার, নুরুন্নাহার বেগম, শিরিন আক্তার ও নাছিমা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শুকলা ওঁঝা।