পাঁচবিবিতে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/15/photo-1423995515.jpg)
জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলা থেকে গতকাল শনিবার দিবাগত রাতে বিদেশি অস্ত্র, গুলি ও মাদকসহ দুজনকে আটক করেছে র্যাব। আটকদের মধ্যে একজন হত্যা মামলার আসামি।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন টিম উপজেলার চানপাড়া বাজারে অবস্থান নিয়ে এলাকার সড়ক মুখ ঘেরাও করে রাখে। গতকাল রাত পৌনে ৩টার দিকে গাইবান্ধা থেকে মোটরসাইকেল করে চানপাড়া বাজারের আলিফা সুপার মার্কেটের সামনে আসামাত্র এই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জার্মানির তৈরি একটি রিভলবার, ২৬টি গুলি, দুই পিস ইয়াবা, নগদ ৬৩ হাজার ৫০০ টাকা, একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
আটকরা হলেন বগুড়া জেলার সদর উপজেলার সূত্রাপুর গ্রামের রকিবুল ইসলাম (৩৯) ও একই জেলার শাজাহানপুর উপজেলার ফুলদীঘি গ্রামের মেহবুবুর রহমান ওরফে লিটু (৪১)। লিটু বগুড়া সদর উপজেলার একটি হত্যা মামলার পলাতক আসামি। জয়পুরহাট র্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তাদের আজ রোববার সকালে পাঁচবিবি থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।