‘সংঘাত বন্ধ করে সংলাপ দিতে হবে’
দেশের বর্তমান সহিংসতা নিরসনে এবার জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। একই সঙ্গে হরতাল-অবরোধে জ্বালাও-পোড়াও বন্ধেরও আহ্বান জানান তিনি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় খাবার ঢুকতে না দেওয়া মানবাধিকার লঙ্ঘন বলেও মনে করেন তিনি।
আজ রোববার সকালে সুপ্রিম কোর্টে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রফিক-উল হক এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার রফিক বলেন, ‘সংলাপ অপরিহার্য। সন্ত্রাস করে কখনো সমস্যা সমাধান হয় না। পৃথিবীর বড় বড় দেশ সংলাপের মধ্যে আছে। জাতিসংঘ বাংলাদেশের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। এ কারণে সংলাপের জন্য জাতিসংঘ তারানকোকে পাঠাচ্ছে’।
ব্যারিস্টার রফিক-উল হক সরকারের সঙ্গে সুশীলসমাজের সদস্যদের নিয়ে সংলাপে বসার আহ্বান জানিয়ে বলেন, ‘সন্ত্রাস, অবরোধ হরতাল বন্ধ না করলে কখনো সমাধান সম্ভব নয়। সমাধানের জন্য সংলাপ অপরিহার্য। সংঘাত বন্ধ করে সংলাপ দিতে হবে। দুটো একসঙ্গে চলতে পারে না।
খালেদা জিয়ার কার্যালয়ে খাবার নেওয়া বন্ধ করে দিয়ে সরকার অন্যায় করেছে মন্তব্য করে রফিক-উল হক বলেন, খাবার ফিরিয়ে দেওয়া হচ্ছে এটা ঠিক না। এটা হিউম্যান রাইটস। এটা বন্ধ করে দিয়ে সরকার অন্যায় করেছে।
বিএনপির সঙ্গে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা সম্পর্কে ব্যারিস্টার রফিক বলেন, জামায়াত-শিবির বিএনপির সঙ্গে নেই এ বিষয়ে তাদের চুপ থাকা মানেই এ অভিযোগ মেনে নেওয়া।