রায় পরিবর্তনের সুযোগ নেই : আইনমন্ত্রী
রিভিউ আবেদনে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক। আজ বুধবার দুপুরে সচিবালয়ে তাঁর নিজ কার্যালয়ে সাকা চৌধুরীর রায়ের প্রতিক্রিয়ায় এ কথা জানান আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘সারা দেশের মানুষের মতো এ রায়ে আমিও সন্তুষ্ট। এ রায়ে দেশে আইনের শাসন সুদৃঢ় হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের মধ্য দিয়ে আইনের শাসনের সূচনা হয়েছিল, আর যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে তা আরো একধাপ এগিয়ে গেল।’ তিনি আরো বলেন, ‘এ রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হলো, সালাউদ্দিন চৌধুরী কতটা উদ্ধত ছিলেন।’
সর্বোচ্চ আদালতের দেওয়া এ রায় কার্যকরের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এ রায়ের সার্টিফাইড কপি প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে। তাঁরা রিভিউ আবেদন করবেন কি করবেন না, তা একান্তই তাঁদের নিজস্ব বিষয়। যদি রিভিউ আবেদন করেন, তবে এ রিভিউ আবেদন নিষ্পত্তি করা পর্যন্ত রায় কার্যকরে অপেক্ষা করতে হবে।’
রিভিউতে রায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি না—এ প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আপাত দৃষ্টিতে এ রায় পরিবর্তনের কোনো সুযোগ নেই। কেননা, ট্রাইব্যুনালের রায়টিই বহাল রেখেছেন আপিল বিভাগ। ট্রাইব্যুনাল চারটি অভিযোগে সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেন। আপিল বিভাগও এ চারটি অভিযোগে তাঁর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। সুপ্রিম কোর্টের রুলস ও রিভিউ নিষ্পত্তির ঘটনা পর্যালোচনা করে বলা যায়, সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় পরিবর্তনের কোনো সুযোগ নাই।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিচারাধীন মামলায় কারো ফাঁসির দাবিতে করা মিছিল, মিটিং বা সমাবেশ বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করে। তাই এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বিচার বিভাগ স্বাধীন, তাই তাঁরা স্বাধীনভাবেই এটার নিষ্পত্তি করছেন। তবে এ মামলাগুলো আমাদের জাতিসত্তার শিকড়ের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় তা অন্য মামলা থেকে ব্যতিক্রম।’