সিলেটে ২ আগস্ট থেকে অটোরিকশা ধর্মঘটের হুমকি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/29/photo-1438186196.jpg)
মহাসড়কে ১ আগস্ট থেকে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
আজ বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন কার্যকরী সভাপতি মো. সুন্দর আলী খান, সহ-সভাপতি মো. মানিক খান, জেলা শাখার সহসাধারণ সম্পাদক মো. জিলু মিয়া, অর্থ সম্পাদক মো. শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক খসরু মিয়া, কল্যাণ সম্পাদক আব্দুল আহাদ, জেলা সদস্য ও গোয়ালাবাজার শাখার সম্পাদক মো. কাওছার আহমদ ও জেলা দপ্তর সম্পাদক ইকবাল আহমদ।
সমাবেশ শেষে সংগঠনটি সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরীর মাধ্যমে সাত দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে ১ আগস্টের মধ্যে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ২ আগস্ট থেকে ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে উল্লেখ করা হয়।