ধূমপানমুক্ত মেহেরপুরের জন্য প্রচারাভিযান
ধূমপানমুক্ত মেহেরপুর গড়ার জন্য বিভিন্ন স্থানে প্রচারাভিযান চালিয়েছে জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে প্রচারাভিযানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য সচিব সিভিল সার্জন আজিজুর রহমান। সকাল থেকে জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে এ প্রচারাভিযান চালানো হয়।
অভিযানে বক্তারা তামাক ব্যবহারের বিভিন্ন ক্ষতিকারক দিক এবং প্রকাশ্যে ধূমপানের শাস্তির বিধানগুলো মানুষের সামনে তুলে ধরেন।
বক্তারা আরো বলেন, তামাকবিরোধী প্রচারণায় জনগণকে একত্রিত করে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা সম্ভব। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ প্রচারাভিযানে অংশ নেয়। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল এইড। আয়োজনে ছিল সুবহা সামাজিক উন্নয়ন সংস্থা, স্বদেশ ও আশ্রয়।