মহাসড়কে গাছ পড়ে উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যাহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহাসড়কে গাছ উপড়ে পড়ে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যহত হয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে পলাশবাড়ী শহরের ফিলিং স্টেশনের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে একটি বড় কড়ই গাছ উপড়ে পড়ে। পরে গাছ সরিয়ে নিলে সাড়ে ৮টার দিক থেকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, বাতাস ও বৃষ্টির কারণে মহাসড়কের পাশে থাকা কড়ই গাছটি রাস্তার ওপর পড়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরের আট জেলার যান চলাচল ব্যহত হয়। রাস্তার দুই পাশে অনেক গাড়ি আটকা পড়ে।
ওসি আরো জানান, গাছটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।