সাতক্ষীরায় অপদ্রব্য মেশানো চিংড়ি ধ্বংস
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নোয়াবেকী বাজার থেকে আজ শনিবার সকালে অপদ্রব্য মেশানো ৬০ কেজি চিংড়ি জব্দ করে প্রশাসন। পরে তা গাড়ির চাকার নিচে চাপা দিয়ে নষ্ট করে দেওয়া হয়।
শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফীর নেতৃত্বে অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন ও পুলিশ সদস্যরা।
আহসান উল্লাহ শরিফী জানান, চিংড়িতে নানা ধরনের অপদ্রব্য মিশিয়ে ক্রেতাসাধারণের সঙ্গে প্রতারণা করে কৌশলে অধিক মুনাফা অর্জন করছেন কিছু ব্যবসায়ী। তাঁরা চিংড়িতে সাগুদানা, পানি, আটা-ময়দাসহ বিভিন্ন পদার্থ ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে ওজন বৃদ্ধি করছে। এতে চিংড়ির গুণগত মান যেমন নষ্ট হচ্ছে তেমনি ক্রেতারাও প্রতারিত হচ্ছেন। একই সঙ্গে এসব চিংড়ি দ্রুত পচে উঠছে। এই চিংড়ি বিদেশে রপ্তানি করা হলে তা আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এতে বাংলাদেশের রপ্তানি আয় বাধার মুখে পড়ছে। বিদেশের বাজারে বাংলাদেশের চিংড়ির সুনামও নষ্ট হচ্ছে। ওই সুনাম রক্ষার্থে মৎস্য সপ্তাহ উপলক্ষে চিংড়িতে অপদ্রব্য পুশ-বিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আজ শ্যামনগরের নোয়াবেকী বাজারে অভিযান চালানো হয়।