পাংশার কাজী মোতাহার হোসেন কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র!

রাজবাড়ীর পাংশা উপজেলার ড. কাজী মোতাহার হোসেন কলেজের বিরুদ্ধে এক ব্যক্তি ষড়যন্ত্র ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত করছে বলে অভিযোগ উঠেছে। কলেজ কর্তৃপক্ষ আজ শনিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পড়েন কলেজের অধ্যক্ষ আবদুল আজিজ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের পরিচালনা পর্ষদের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান লতিফ খাঁ, কলেজশিক্ষক তোফাজ্জেল হোসেন, আহসান উল্লাহ, আবদুর রশিদ, কাজী আবদুল্লাহ, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ বলেন, এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আবু হেনার সহযোগিতায় ১৯৯৩ সালে ড. কাজী মোতাহার হোসেন কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাকালে যে যার সাধ্যমতো কেউ জমি, কেউ টাকা, কেউ গাছাপালা দান করেন। দীর্ঘ ২২ বছর পর এসে শাহাবুদ্দিন আহমেদ নামের একজন নিজেকে একক প্রতিষ্ঠাতা হিসেবে দাবি করছেন। আর এটিকে প্রতিষ্ঠিত করতে তিনি নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছেন।
নিজেই নামফলক লিখে আবার নিজেই সেটি ভেঙে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন। ভাড়াটে লোক শিক্ষাপ্রতিষ্ঠানে এনে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছেন। সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি সাবেক সিইসি আবু হেনার বিরুদ্ধে কুৎসাও রটাচ্ছেন। এসব কারণে কলেজের শিক্ষার্থীদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়েছে। শাহাবুদ্দিন আহমেদের এসব কর্মকাণ্ড বন্ধ না হলে কলেজে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে। অনতিবিলম্বে এসব বন্ধ হওয়া দরকার।
অধ্যক্ষ আরো বলেন, ‘তিল তিল করে আমরা কলেজটিকে গড়ে তুলেছি। বর্তমানে ফলাফলের দিক দিয়ে জেলার পাঁচটি সেরা কলেজের মধ্যে মোতাহার কলেজ একটি। পাংশা উপজেলার মধ্যে দ্বিতীয়। এ বছর অনলাইন ভর্তির বছরেও ৫০০ ছাত্র-ছাত্রী একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে।