মাগুরায় প্রায় আড়াই হাজার মেট্রিক টন মাছের ঘাটতি
মাগুরায় বছরে দুই হাজার ৩৭০ মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর।
আজ শনিবার দুপুরে মৎস্য সপ্তাহ-২০১৫ উপলক্ষে জেলা মৎস্য কার্যালয়ের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দী। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা খামার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম খান ও মৎস্য জরিপ কর্মকর্তা এ কে এম ওহিদুজ্জামান।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, মাগুরা জেলায় প্রতিবছর ১৭ হাজার ৪৩১ মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। কিন্তু জেলায় ১৫ হাজার ৬০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। ফলে প্রতিবছর দুই হাজার ৩৭০ মেট্রিক টন মাছের ঘাটতি থেকে যায়।
জেলায় ১৬ হাজার মৌসুমি পুকুর, ৮১টি বিল, পাঁচটি বাঁওড়, ৫১টি খাল ও আটটি নদী রয়েছে। সরকারি বরাদ্দ এবং মাঠপর্যায়ে লোকবল বৃদ্ধি করা গেলে জেলার ঘাটতি মিটিয়ে অতিরিক্ত মাছ উৎপাদন সম্ভব হবে বলে কর্মকর্তারা দাবি করেন।