সিলেটে দুদিনের জন্য অটোরিকশা শ্রমিকদের আন্দোলন স্থগিত
সিলেটে দুদিনের জন্য স্থগিত করা হয়েছে অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট ও অবস্থান কর্মসূচি। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আজ রোববার বিকেলে দুদিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানান সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া।
এর আগে আজ সকাল থেকে সিলেট-ঢাকা মহাসড়কে অটোরিকশা শ্রমিকরা অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে এ ধর্মঘট ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন অটোরিকশা শ্রমিকরা। দিনভর অটোরিকশা ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। নগরীর এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
এদিকে সকাল থেকে অটোরিকশা শ্রমিকরা সিলেট-ঢাকা মহাসড়কের ছয়টি স্থানে অবস্থান নেওয়ায় এই সড়কে চলাচলকারী বাস ও ট্রাকের চালক ও যাত্রীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক। দুপুরে দক্ষিণ সুরমার তেতলিতে একটি যাত্রীবাহী বাস ভাঙচুরও করে আন্দোলনকারীরা। এতে আতঙ্ক আরো বেড়ে যায়।
ধর্মঘট ও অবস্থান কর্মসূচিতে সৃষ্ট অচলাবস্থা নিরসনে দুপুর ১টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অটোরিকশা মালিক-শ্রমিকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এই বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে সিলেট-ফেঞ্চুগঞ্জ মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হলেও সিলেট-ঢাকা ও সিলেট-তামাবিল মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি প্রদানে অনীহা প্রকাশ করা হয়।
তবে সিলেট থেকে শেরপুর পর্যন্ত মহাসড়কে এ নির্দেশনা শিথিল করার আহ্বান জানান শ্রমিকপক্ষ। অপরদিকে রাষ্ট্রীয় নির্দেশনা মেনে বিকল্প পথে এসব যানবাহন চলাচলের অনুরোধ জানান কর্মকর্তারা।
এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে এনডিসির নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। শ্রমিক প্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ কমিটি সরকারি নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেবে।
এ বৈঠকে শেষে চলতি অনির্দিষ্টকালের ধর্মঘট থেকে সরে আসতে অপারগতা জানান আন্দোলনকারী নেতারা। সোমবার থেকে আরো কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণাও দেন তাঁরা। তবে বিকেলে শ্রমিক-মালিকরা দুদিনের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া বলেন, ‘প্রশাসনের আশ্বাসে আন্দোলন কর্মসূচি দুদিনের জন্য স্থগিত করা হয়েছে। দুদিনের মধ্যে আমাদের দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।’