সিলেটে মহাসড়কে চলছে তিন চাকার যানবাহন
যোগাযোগ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিলেট-ঢাকা ও সিলেট-তামাবিল মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল করছে। আজ সোমবার ভোর থেকেই মহাসড়ক দিয়ে বিভিন্ন গন্তব্যে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করেছে। পাশাপাশি পুলিশ কিংবা প্রশাসনকে কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি।
অটোরিকশাচালক ও মালিক সংগঠনের নেতারা জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের আশ্বাস ও হস্তক্ষেপে মহাসড়কে এসব যানবাহন চলাচল করছে।
গত শনিবার থেকে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ তিন চাকার যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়। তবে অভিযান আজ অনেকটা শিথিল ছিল।
এদিকে, পুলিশ ও ট্রাফিক কর্মকর্তারা তিন চাকার পরিবহন চলাচলের বিষয়টি অস্বীকার করেছেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মুশফেকুর রহমান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে তিন চাকার যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
টানা দুদিন অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট ও অবস্থান কর্মসূচি শেষে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল দুদিনের জন্য তা স্থগিত করা হয়। এর পর থেকেই আন্তজেলা ও নগরীর সড়কগুলোর পাশাপাশি নিষেধাজ্ঞা থাকা মহাসড়কেও চালকরা অটোরিকশা নিয়ে রাস্তায় নেমে পড়েন।